বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সদরপুর উপজেলায় গ্রহণ করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ।
১৫ ই আগস্ট শুক্রবার তিনি সদরপুর উপজেলার একটি নির্মাণাধীন মসজিদে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি, এলাকার ৩টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেন। এছাড়া একটি পরিবারকে উপহার হিসেবে প্রদান করেন একটি গরু।
তাঁর এই ব্যতিক্রমি আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন স্থানীয় কয়েকজন প্রবাসী।
জনাব শহিদুল ইসলাম বাবুল বলেন,
“মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনৈতিক জীবনের উদ্দেশ্য। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আমি এ উদ্যোগ নিয়েছি।”
স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা করে জানান, এর মাধ্যমে সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।