ফরিদপুরের সদরপুরে অনুষ্ঠিত হয়েছে একটি মানবিক ও সেবামূলক উদ্যোগ—ফ্রি চক্ষু চিকিৎসা (লেন্সসহ) কর্মসূচি। শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করেন কৃষকদলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল।উক্ত কর্মসূচিতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ এবং প্রয়োজনে লেন্স প্রদান করা হয়। স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে কর্মসূচিটি একটি সফল সেবামূলক আয়োজনে পরিণত হয়।জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান—এই মূল লক্ষ্যকে সামনে রেখে শহিদুল ইসলাম বাবুলের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন।
কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন,
“জনগণের সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আজকের এই ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচির মাধ্যমে আমরা চেষ্টা করেছি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। মানুষ সুস্থ থাকলে দেশও এগিয়ে যাবে—এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

