ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের পেঁয়াজখালি বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদের উপর নির্মিত একটি দৃষ্টিনন্দন বাঁশের সাঁকোর উদ্বোধন করেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল।
দীর্ঘদিন ধরে নদের দুই প্রান্তের হাজারো মানুষের যোগাযোগে ভোগান্তি ছিল। বিশেষ করে আশপাশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
জনাব শহিদুল ইসলাম বাবুলের অনুরোধে কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আলমগীর কবিরের অর্থায়নে এই সাঁকোটি নির্মাণ করা হয়। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় সম্পূর্ণ সাঁকোটি নির্মিত হয়েছে জনগণের কল্যাণে।
উদ্বোধনের পর স্থানীয়রা জানান, এই সাঁকোটি নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এবং নদী পারাপারে সময়ের অপচয় ও ঝুঁকি দুটোই কমেছে।

