বিনোদন ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি আবারও আলোচনায়। এবার তার ব্যক্তিজীবন ও আয়ের বিষয়ে অকপট মন্তব্য ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি জানিয়েছেন, কাজ থাকলে তার মাসিক আয় ৭ লাখ টাকাও ছাড়িয়ে যায়। তবে বিয়ে নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
আয়ের বিষয়ে কী বললেন দীঘি?
দীঘি বলেন, “যদি কাজ বেশি থাকে তাহলে মাসে ৫ লাখেরও বেশি ইনকাম হয়। কখনো কখনো তা ৭ লাখ পর্যন্ত চলে যায়। আবার কোনো সময় এক থেকে দেড় লাখের মতোও হতে পারে।”
তিনি আরও বলেন, অভিনয় ছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আয় করেন তিনি। টিকটক ও ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয়। তার টিকটক ভিডিওগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়।\
বিয়ে নয়, এখনো ক্যারিয়ারই মুখ্য
ব্যক্তিজীবনের পরিকল্পনা নিয়ে দীঘি বলেন, “বিয়ে নিয়ে এখনো ভাবছি না। আরও দশ-পনেরো বছর পর যখন মনে হবে ক্যারিয়ারে যা চেয়েছি সবই অর্জন করেছি, তখন বিয়ের কথা ভাববো।”
অভিনয়জগতের উত্তরাধিকার
দীঘি প্রখ্যাত অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে। শিশুশিল্পী হিসেবে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় স্বীকৃতি।
সাম্প্রতিক সময়ে ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে নতুনভাবে আলোচনায় আসেন তিনি। যদিও এরপর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

